দ্বিতীয় করোনেশন সেতু নির্মাণে সবুজ সংকেত রাজ্যের, ব্যয় হবে ১,১০০ কোটি টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্বিতীয় করোনেশন সেতু নির্মাণে সবুজ সংকেত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনেশন ব্রিজের বিকল্প হিসেবে তিস্তার উপরে যে নয়া সেতু তৈরি করা হবে, সেটার জন্য প্রায় ১,১০০ কোটি টাকা খরচ হতে পারে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে যাওয়ায় ডিপিআর অর্থাৎ ‘ডিটেল প্রোজেক্ট রিপোর্ট’ তৈরির কাজ শুরু করা হবে।
১৯৪১ সালে চালু হওয়া করোনেশন সেতু হল উত্তরবঙ্গের লাইফলাইন। যা শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংকে যুক্ত করেছে। করোনেশন সেতুর ‘স্বাস্থ্য’ খুব একটা ভাল নয়। দেড় দশক আগে ভূমিকম্পের জেরে করোনেশন যথেষ্ট সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিস্তার উপরে বিকল্প করোনেশন সেতু নির্মাণের দাবি উঠছে। নানা কারণে সেই প্রকল্পের কাজ থমকে থেকেছে। এবার তা তৈরি হতে চলেছে।
বিকল্প করোনেশন সেতুর দৈর্ঘ্য ৬০০ মিটারের মতো হবে। সেতুতে থাকবে চারটি লেন। মূল সেতুর দু’পাশেই দীর্ঘ অ্যাপ্রোচ রোড থাকবে। যে অংশে অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে, তা বন্যপ্রাণী করিডরের মধ্যে পড়ে। সেজন্য পরিবেশ সংক্রান্ত অনুমোদন লাগবে। যাবতীয় দিক বিবেচনা করে পদক্ষেপ করা হচ্ছে। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিকল্প করোনেশন সেতু।