কলকাতা বিভাগে ফিরে যান

বুধবার উদ্বোধন, নব কলেবরে সেজে উঠেছে গড়িয়ার ত্রিপুরাসুন্দরী দেবীর মন্দির

January 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গড়িয়ার ত্রিপুরাসুন্দরী দেবীর মন্দির নতুন সাজে সেজে উঠেছে। পুরনো মন্দির, গর্ভগৃহ নয়াভাবে গড়ে উঠেছে। পুকুর সংস্কারও হয়েছে। মন্দির সংলগ্ন রাস্তাঘাট নতুন করে তৈরি হয়েছে, ফুল বাগান সব মিলিয়ে এলাকার আমূল বদল হয়েছে। বুধবার মন্দিরের উদ্বোধন হবে।

পাল সাম্রাজ্যের পতনের পর সামন্ত সেনের হাত ধরে একাদশ ও দ্বাদশ শতকে বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য। বোড়াল অঞ্চলের দিঘি থেকে পাল ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য, ভাস্কর্য উদ্ধার হয়েছিল। সতীর বাম করতালু এই অঞ্চলে পড়েছিল বলে শোনা যায়। সেন বংশের এক উত্তরসূরি এই দিঘির পাশে একটি মন্দির নির্মাণ করেন। যা অন্যতম শক্তিপীঠ ত্রিপুরাসুন্দরী মন্দির নামে পরিচিত।

শক্তিপীঠকে নব কলেবরে সাজিয়ে লৌকিক ও তন্ত্রসাধনার আঙ্গিকে গর্ভগৃহ সাজানো হয়েছে। চার কোণে রয়েছে চারটি হাতির মুখ। দেবীর নতুন সিংহাসন তৈরি হয়েছে। মন্দিরের পুরনো যে সব জিনিস রয়েছে, মাটি খুঁড়ে পাল ও সেন যুগের যে সব সামগ্রী মিলেছিল, সেই ঐতিহাসিক নিদর্শনগুলি রাখা থাকবে। শুধু মন্দির বা গর্ভগৃহ সংস্কার নয়। নতুনভাবে নির্মাণ করা হয়েছে পাঁচ হাজার বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত ‘শ্রদ্ধাঞ্জলি ভবন’। দর্শনার্থীদের বিশ্রামের জন্য ভবনে থাকছে দু’শয্যা বিশিষ্ট দু’টি ঘর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Garia, #Tripurasundari Temple, #Boral

আরো দেখুন