দেশ বিভাগে ফিরে যান

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত দশজনের, প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা

January 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মহাকুম্ভে দুর্ঘটনা! মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’-কে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জনের। অন্তত দশ হাজার পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে যাওয়ার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বুধবার রাতে, দুটো নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রচন্ড ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড।

বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ছিল দ্বিতীয় পুণ্যস্নান। রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের জন্য জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় করেন। ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, ঘটনার জেরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভিড় নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা কী ছিল, প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনা করে আখড়া পরিষদের তরফে আজ অমৃতস্নানে না যাওয়ার ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পর যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে লেখেন, “পুণ্যার্থীদের কাছে আমার আবেদন, মা গঙ্গার নিকটবর্তী যে ঘাটে আপনি রয়েছেন সেখানেই স্নান করুন। ত্রিবেণী সঙ্গমের কাছে যাওয়ার চেষ্টা করবেন না। প্রশাসনের তরফে যে নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সঙ্গমের ঘাটে শান্তিপূর্ণভাবে স্নানপর্ব চলছে। কোনও গুজবে কান দেবেন না।”

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা যাচ্ছে, প্রায় ৪০ জন আহত হয়েছেন। দশজনের অবস্থা খুবই সঙ্কটজনক।

TwitterFacebookWhatsAppEmailShare

#maha kumbha 2025, #Uttar Pradesh, #Death, #Stampede, #mahakumbha

আরো দেখুন