মধ্যমগ্রামে ৩০ কোটি টাকা খরচে ১০ একর জমির উপর গড়ে উঠছে ইকো পার্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্যমগ্রামে এবার নতুন সংযোজন হতে চলেছে এই দৃষ্টিনন্দন ইকো পার্ক। ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায় ধীরে ধীরে রূপ পাচ্ছে এই পরিবেশবান্ধব উদ্যান। ভিতবে থাকবে বড় জলাশয়। সেখানে থাকবে বেটিংয়ের ব্যবস্থা। জলাশয়ের উপর দিয়ে থাকবে একটি অভিনব ব্রিজ। এছাড়া অত্যাধুনিক অ্যাকোয়ারিয়াম, আলো, সাউন্ড সিস্টেম ইত্যাদি থাকবে। সেই সঙ্গে থাকবে ফুড কোর্ট। পুরসভা বিশেষ গুরুত্ব দিচ্ছে গাছ নির্বাচনে। বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য গাছ বসানো হবে এখানে। সেই সঙ্গে থাকছে শিশুদের খেলার মাঠ, বয়স্কদের বসার জায়গা।
কেএমডিএর টাকায় তৈরি হচ্ছে এই ইকো পার্কটি। প্রায় ৩০ কোটি টাকা খরচে ১০ একর জমির উপর গড়ে উঠবে এই ইকো পার্ক। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘পার্কটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন করে তুলতে আমরা বদ্ধপরিকর। ইকো পার্কে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও ভালো আছে। মধ্যমগ্রাম, বারাসাত শহর হোক বা এয়ারপোর্ট—বিভিন্ন জায়গা থেকে সহজেই এখানে যাওয়া যাবে। ডানলপ ও বারাকপুরের সঙ্গেও এই এলাকার যোগাযোগ ভালো।’