কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার বস্তিবাসীদের জন্য সুখবর! বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নতুন ফ্ল্যাট গড়ছে পুরসভা

January 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার বস্তিবাসীদের জন্য সুখবর। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কলকাতা পুরসভা ইতিমধ্যে ২২০টি নতুন ফ্ল্যাট তৈরি করেছে। শহরের বস্তিবাসীদের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে রাজ্য।

বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কলকাতার বাগবাজার সংলগ্ন মায়ের বাড়ি বস্তির জন্য এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। ১০০টি ফ্ল্যাটের চাবি ইতিমধ্যেই বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ফ্ল্যাটের জন্য ইতিমধ্যেই ৫০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। কলকাতা পুরসভা এবং বস্তি ও সার্ভে বিভাগ যৌথভাবে প্রকল্পের কাজ শুরু করেছে। ফ্ল্যাটে দুটি বেডরুম, একটি শৌচালয়, রান্নাঘর এবং বারান্দা থাকবে। আবাসনগুলি উচ্চতায় ১৫ মিটারের বেশি হবে না, অর্থাৎ এগুলি হবে চার তলা বিল্ডিংয়ের মতো।

কলকাতাকে বস্তিমুক্ত করার লক্ষ্যে, বস্তিবাসীদের জন্য আধুনিক এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কলকাতার বস্তিগুলোর চেহারা আমূল বদলে যাবে। কলকাতার ১ নম্বর বরো, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোট ২৬০০টিরও বেশি ফ্ল্যাট তৈরি হবে। পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সহ যাবতীয় খরচ রাজ্য বহন করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation, #KMC, #Banglar Bari, #slum dwellers, #new flats, #banglar bari project

আরো দেখুন