দেশ বিভাগে ফিরে যান

২০২৫ থেকেই বাজারে মিলবে রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা

January 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছে রাশিয়া। গত বছরের একদম শেষের দিকে এমনটাই দাবি করেছিল সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। জানিয়েছিল ২০২৫ সাল থেকে এই মারণরোগে আক্রান্ত রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। ২০২৫-এর শুরুর দিকে বাজারে চলে আসতে পারে এই টিকা।

গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর অ্যালেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, ট্রায়ালে দেখা গিয়েছে, টিকার ডোজ়ে ক্যানসার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যানসারে টিকা প্রায় তৈরি করে ফেলেছেন। একটি ভিডিয়োবার্তায় পুতিন বলেন, ”আমরা নতুন প্রজন্মের জন্য ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।”

২০২৩ সালে আমেরিকার সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যানসারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া ওষুধ কোম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। বাজারে ইতিমধ্যেই এমন ভ্যাকসিন রয়েছে যা ক্যানসার প্রতিরোধের কাজ করে, যেমন হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন, যা সার্ভিকাল ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Market, #russia, #Cancer Vaccine

আরো দেখুন