উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট, শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বছর বছর কলকাতা বইমেলায় বাড়তে থাকা ভিড় প্রমাণ করে মেলায় জনপ্রিয়তা বাড়ছে। গতবার বইমেলায় হাজির হয়েছিলেন প্রায় ২৭ লক্ষ পাঠক। বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার বই। মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে বইপ্রেমীদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বই পড়ুন, বই কিনুন। বই বৃক্ষ। বই বাড়ির শোভা বাড়ায়। আগেরবার ২৭ লক্ষ পাঠক এসেছিলেন। আমার অনুমান, এবার ৫০ লক্ষ আসবেন। আরও ছাড়িয়ে যেতে পারে।”
উদ্বোধনের পরই ভিড় শুরু হয় মেলা প্রাঙ্গণে। স্টলে স্টলে ভিড়, কেনাকাটা, কফির কাপে চুমুক।
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে মন্ত্রী, আমলা, জনপ্রতিনিধি, গুণীজন, উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বইমেলার এবারের ফোকাল থিম কান্ট্রি জার্মানি। দিল্লির জার্মান দূতাবাসের অ্যাম্বাসাডর ডঃ ফিলিপ আকারমান, গ্যোটে ইনস্টিটিউটের (সাউথ এশিয়া) ডিরেক্টর ডঃ মার্লা স্টুকেনবার্গ প্রমুখেরাও হাজির ছিলেন অনুষ্ঠানে। জার্মান অ্যাম্বাসাডর বক্তৃতায় কলকাতাকে ‘ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিটারারি হাব’ বলে উল্লেখ করেন। সাহিত্যিক আবুল বাশারকে ‘গিল্ড লাইফটাইম লিটারারি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
মেলা প্রাঙ্গণের বাইরে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। তবে, উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণের প্রবেশের অনুমতি ছিল না। গেট খুলতেই বইপ্রেমীরা আসতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর লেখা তিনটি বই প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিবার বইমেলার উদ্বোধনে আসি। এবার বলেছিলাম, আমায় বাদ দিন। কিন্তু ছাড়ল না।” থিম কান্ট্রির প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমাদের গ্রেট হিরো নেতাজির সঙ্গে জার্মানির অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। তাঁর মেয়ে জার্মানিতে থাকেন। আমি দেখাও করেছি।”