রাজ্য বিভাগে ফিরে যান

এই মুহূর্তে যে বিয়ে নিয়ে সবচাইতে বেশি চর্চা হচ্ছে! দেখে নিন সেই ভিডিও

January 29, 2025 | < 1 min read

একেবারে বিভাগীয় প্রধান শিক্ষিকার গলায় মালা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুধু শিক্ষিকা বললেও হয়তো কম হবে, একেবারে বিভাগীয় প্রধান শিক্ষিকার গলায় মালা, সিথিতে সিঁদুর দিয়ে বিয়ে করলেন ছাত্র। সেই ভিডিও আসার পরেই হইচই পড়ে গিয়েছে।

ক্লাসঘর হল ছাঁদনাতলা। মনস্তত্ত্ববিদ্যার ক্লাসে অধ্যাপিকাকে দেখা গেল কনের বেশে। বর প্রথম বর্ষের এক পড়ুয়া। অধ্যাপিকা ও ছাত্রের মালাবদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়া। ছড়িয়ে পড়ল সিঁদুরদানের ছবিও। সেই নিয়ে শোরগোল শুরু হয়েছে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসে। বিয়েটা সত্যি না কি অভিনয়, তা নিয়ে জোর আলোচনা চলছে।

ঘটনা জানাজানি হওয়ার পরেই তদন্ত কমিটি বসে ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে। একটি প্যাডে দেখা যাচ্ছে ১৬ই জানুয়ারি একেবারে ক্লাসরুমের মধ্যেই মালাবদল থেকে শুরু করে অন্যান্য নিয়ম রীতি পালন করা হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি বিভাগীয় প্রধানও। সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রীরাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#student, #marriage, #Maulana Abul Kalam Azad University of Technology, #professor

আরো দেখুন