বছর ঘুরে আবার এল বাজেট, কোথায় গেল মোদীর ৩ কোটি চাকরির প্রতিশ্রুতি?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মোদীর জমানা মানেই প্রতিশ্রুতির ছড়াছড়ি, কিন্তু কতটা পূরণ হয় সে’সব প্রতিশ্রুতি? গত বছর ভোটে জিতে এসেও বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রতিশ্রুতি ছিল প্রায় ৩ কোটি চাকরির। চাকরির বাজার চাঙ্গা করার দাবি করে তিনটি প্রকল্পের ঘোষণা হয়েছিল। দু’টি প্রকল্প ছিল প্রভিডেন্ট ফান্ড বা পিএফ ভিত্তিক। অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, তিনটি স্কিম থেকে সংগঠিত ক্ষেত্রে ২ কোটি ৯০ লক্ষ চাকরি হবে। আগামী শনিবার ফের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। কিন্তু ৩ কোটি চাকরির প্রতিশ্রুতির কী হল? নিট ফল শূন্য!
জানা যাচ্ছে, ৩ কোটি দূরের কথা, স্কিমের আওতায় তিনটি চাকরিও হয়নি। প্রথম স্কিমের ঘোষণা ছিল, বেসরকারি সংস্থায় নতুন চাকরি পাওয়া কর্মীদের এক মাসের বেতন দেবে সরকার। সর্বাধিক ১৫ হাজার টাকা পাওয়া যাবে সেই স্কিমে। দ্বিতীয় প্রকল্পে, কর্মচারী ও কর্মদাতা সংস্থা উভয়ের জন্য ইনসেন্টিভ ঘোষণা করা হয়। তৃতীয় স্কিমে শুধুমাত্র কর্মদাতা সংস্থাকে মাসিক তিন হাজার টাকা করে দু’বছরের আর্থিক সহায়তার কথা জানানো হয়েছিল। স্কিমগুলির সুবিধা কেন এখনও কেউ পেলেন না? বাজেটে প্রকল্পের প্রতিশ্রুতিই শুধু ছিল। শ্রমমন্ত্রক আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা এখনও করেনি। স্কিমগুলির কাজ এগতে স্রেফ কিছু প্রচার চালানো হয়েছে। তাতেও সাড়া মেলেনি বলে খবর। অধিকাংশ ক্ষেত্রেই কাজ হয়ে ওঠেনি বলে জানা গিয়েছে। স্কিমগুলি এখনও অথই জলে।
করোনাকালে প্রায় একই রকম অন্য একটি নামে প্রকল্প চালু করেছিল কেন্দ্র, নাম ছিল ‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’। সেই প্রকল্পে বরাদ্দ বাজেটের অর্ধেকও খরচ হয়নি বলেই জানা গিয়েছে। প্রকল্পে আবেদন করা ১৫ লক্ষ কর্মচারীকে কোনও আর্থিক সুরাহাও দেয়নি মোদী সরকার। আত্মনির্ভর ভারত রোজগার যোজনার জন্য সত্যিই কতজন চাকরি পেয়েছেন, সে’তথ্য আজও প্রকাশ করতে পারেনি কেন্দ্র।