দেশ বিভাগে ফিরে যান

দেশের মোট ডিজিটাল পেমেন্টের ৮৩ শতাংশই এখন UPI-এর দখলে

January 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯ সালে দেশের মোট ডিজিটাল পেমেন্টের ৩৪ শতাংশ করা হতো ইউপিআই-এর মাধ্যমে। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ শতাংশে। গত পাঁচ বছরে বৃদ্ধির গড় হার ৭৪ শতাংশের বেশি। অন্যদিকে, ক্রেডিট কার্ডের সংখ্যাও দিন দিন লাফিয়ে বাড়ছে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর— এই পাঁচ বছরে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শেষ হিসেব, প্রায় ১০ কোটি ৮০ লক্ষ ক্রেডিট কার্ড রয়েছে মানুষের হাতে। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে একথা জানানো হয়েছে। শুরুর সময় থেকেই বাজিমাত করছে ইউপিআই।

দেশে ডিজিটাল পেমেন্টের প্রসারে হয়ে উঠেছে চালিকাশক্তি। সেখানে ক্রমেই পায়ের তলার মাটি হারাচ্ছে আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, ক্রেডিট বা ডেবিট কার্ড। ২০১৯ সালের ডিসেম্বরে দেশের মোট ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সংখ্যার হিসেবে এগুলির সম্মিলিত অংশিদারিত্ব ছিল ৬৬ শতাংশ। মাত্র ৫ বছরের মধ্যে তা কমে হয়েছে ১৭ শতাংশ। বাকিটা ইউপিআইয়ের দখলে। ২০২৪ সালে মোট ২৪৬.৮৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

#UPI, #upi payment, #digital payments

আরো দেখুন