রাজ্য বিভাগে ফিরে যান

টালা প্রত্যয়ের ১৬ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা সামনেই চলবে সুর সাধনা! থাকবেন হরিপ্রসাদ-আমজাদরা

January 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬ ফুট উঁচু সরস্বতী প্রতিমার সামনে বসে সরোদ হাতে দেবীর বন্দনায় বুঁদ উস্তাদ আমজাদ আলি খান। হয়তো ‘সরস্বতী’ রাগেই চলছে প্রার্থনা। আগামী ১ ফেব্রুয়ারি এ ভাবেই বসন্তী পঞ্চমী উদ্‌যাপন করতে চলেছেন টালা প্রত্যয় দুর্গাপুজো কমিটির সদস্যরা। এই অনুষ্ঠানের এবার তৃতীয় বছর। এবার টালা প্রত্যয় দুর্গাপুজো কমিটির উদ্যোগে ৩১শে জানুয়ারি থেকেই বসছে ধ্রুপদী সংগীতের আসর। ঠিক যেমন নিউ ইয়র্কের হাইড পার্কে হয় মিউজিক ইন দ্য পার্ক অনেকটাই তেমনই হবে টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গনে।

ফেব্রুয়ারির হালকা শীত। সামনেই দেবী সরস্বতী। ১৬ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিমা। সেই দেবীর সামনেই চলবে সুর সাধনা। এবার মিউজিক ই আ পার্ক অনুষ্ঠানে আমন্ত্রিত উস্তাদ আমজাদ আলি খান, পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। অপূর্ব সুরের আসর বসবে এই টালা প্রত্যয়ের প্রাঙ্গনে। কার্যত এবারের শতবর্ষের দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ।

কলকাতার বুকে যে কয়েকটি প্রাচীন পুজো রয়েছে তার মধ্য়ে অন্যতম এই টালা প্রত্যয়। হয়তো কলকাতা হারিয়ে ফেলেছে অনেক কিছু। আবার অনেক কিছু নতুন করে ফিরে এসেছে। তবে পথ চলতে চলতে টালা প্রত্যেয়েরও অনেক কিছুর বদল হয়েছে। তবে সৃজনশীলতার দিক থেকে গত কয়েক বছর ধরে টালা প্রত্যয় যে নজির হাজির করেছে এবারও তার অন্য়থা হবে না। বরং হবে একেবারে অনন্য কিছু। কারণ এবছর তো শতবর্ষ।

৩১শে জানুয়ারি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও তবলায় পণ্ডিত কুমার বসুর যুগলবন্দি হবে। ১ ফেব্রুয়ারি সরোদে আমজাদ আলি ও তবলায় থাকবেন পণ্ডিত স্বপন চৌধুরী। সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রণপত্রের ভিত্তিতে প্রবেশ করা যাবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pt Hariprasad Chaurasia, #Saraswati Idol, #Tala Prattoy, #Amjad Ali Khan

আরো দেখুন