দেশ বিভাগে ফিরে যান

সংসদের বাজেট অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক, যোগ দিচ্ছে তৃণমূল

January 30, 2025 | < 1 min read

শুক্রবার, ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশনের আগে আজ, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। সেই বৈঠকে তৃণমূলের পক্ষে লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এবং রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন যোগ দিচ্ছেন।

তৃণমূলের পক্ষে ডেরেক ও’ব্রায়েন। ‘মূল্যবৃদ্ধি, বেকারত্ব মতো সাধারণ মানুষের ইস্যুতে সরকার পালিয়ে বেড়াচ্ছে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের বলতে দেয়নি। বাজেট অধিবেশনে না বলতে দিলে ফের প্রতিবাদ হবে।

এদিকে ‘ওয়াকফ বিল’ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির ৬৫৫ পাতার রিপোর্ট, যা কিনা আজ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়বে, তা নিয়ে প্রবল আপত্তি তুলেছে তৃণমূল। জমা করা হয়েছে কমিটির দুই সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের ৩২ পাতার ‘ডিসেন্ট নোট।’ মোদী সরকার ওয়াকফ সংশোধনী বিলটি আসন্ন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ১০ মার্চ-৪ এপ্রিলের মধ্যে পাশ করাবে বলে ঠিক করেছে।

এই নতুন বিলটি ‘মুসলমান বিরোধী’ বলেই তোপ দেগেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘সরকার পক্ষ গায়ের জোরে একপেশে সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট তৈরি করেছে। তাই এই রিপোর্ট আমরা মানি না।’ মোট ৩৭ দিন বৈঠকে বিভিন্ন সংস্থা, ব্যক্তিত্ব, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মতো ওয়াকফ বিষয়ের সঙ্গে জড়িত ৬৮৩ জনের মতামত নেওয়া হয়েছে। সংসদীয় যৌথ কমিটি মোট ১১২ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা করেছে। তৃণমূল কংগ্রেস তাদের ডিসেন্ট নোটে উল্লেখ করেছে যে ওই বৈঠক সবই ‘লোকদেখানো’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget, #tmc, #all party meeting, #budget 2025

আরো দেখুন