উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, আতঙ্ক ডুয়ার্সে

January 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কিছুদিন ধরেই বাঘ নিয়ে আতঙ্ক বেড়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। আর এবার আতঙ্ক ছড়াল হাতি। বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ। আর তার জেরে আতঙ্কে পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা। আজ, বুধবার সকালে মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্টের ঘটনা। এর ফলে আতঙ্কের আবহ ডুয়ার্সে।

মালদার একদল পর্যটক ডুয়ার্সের একটি রিসর্টে গিয়ে উঠেছেন। ডুয়ার্সের নদী, জঙ্গলের অভূতপূর্ব শোভা গত কয়েকদিন ধরে তাঁরা উপভোগ করেছেন। এরপর আজ বুধবারই তাঁদের বাড়ির পথে রওনা দেওয়ার কথা। বুধবার ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল এই পর্যটকদের দলটি। আজ ভোরে কয়েকজন পর্যটক রিসর্টের গেট পর্যন্ত চলে যান। ঠিক তখনই ঘটে যায় বিরাট বিপত্তি।

রিসর্টের গেটের বাইরে কিছুটা দূরে তখন দাঁড়িয়ে ছিল একটি মস্ত হাতি। পর্যটকরা গেটের সামনে যেতেই ওই হাতি সামনের দিকে হঠাৎই দৌড়াতে শুরু করে। প্রাণভয়ে রিসর্টের মধ্যে পালিয়ে ঢুকে পড়েন ওই পর্যটকরা। হাতিটিও রিসর্টের লোহার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা রিসর্ট চত্বরে। সবাই চিৎকার করে উঠলে হাতিটি ফিরে যায় গরুমারার জঙ্গলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dooars, #Elephants, #resort, #private resort

আরো দেখুন