উত্তরবঙ্গে জঙ্গলে প্রবেশের আগে ব্রেথ অ্যানালাইজারে মদের গন্ধ ধরা পড়লে জরিমানা করা হচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর ২৩ তারিখ থেকে জঙ্গলে ঢোকার ‘এন্ট্রি ফি’ তুলে দেওয়া হয়েছে। জঙ্গলে প্রবেশ অবাধ হওয়ায় খুশি পর্যটকরা। অন্য বনাঞ্চলের মতো জয়ন্তীতেও ভিড় আছড়ে পড়েছে। তবে এই সুযোগে কোনও মদ্যপ যাতে জঙ্গলে ঢুকে পড়তে না পারে, সেদিকেও কড়া নজর রাখছে বনদপ্তর। জঙ্গল, বন্যপ্রাণীর সুরক্ষা ও দুর্ঘটনা রোধে রাজাভাতখাওয়া চেক পোস্টের গেটে পুলিস দিয়ে পর্যটকদের শ্বাস পরীক্ষা করা হচ্ছে। ব্রেথ অ্যানালাইজার মেশিনে মুখে মদের গন্ধ ধরা পড়লে জরিমানা করা হচ্ছে।
বিভিন্ন মহলের অভিযোগ, বক্সায় অনেকেই মদ খেয়ে ঢুকে পড়ছেন। বনদপ্তর সূত্রেও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিসেরও আশঙ্কা, অপ্রকৃতিস্থ থাকার কারণে জঙ্গলে যেমন দুর্ঘটনা বাড়তে পারে, তেমনই মানুষ-বন্যপ্রাণীর মধ্যে সংঘাতও বেড়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই পুলিস কেউ মদ খেয়ে জঙ্গলে ঢুকছে কি না তা দেখতেই পরীক্ষা শুরু করেছে। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, মদ্যপ অবস্থায় থাকলে জঙ্গলে দুর্ঘটনা ও মানুষ-বন্যপ্রাণী সংঘাত বাড়তে পারে। সেই জন্যই জঙ্গলে ঢোকার আগে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পর্যটকদের পরীক্ষা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। রাজাভাতখাওয়া চেকপোস্টেও কালচিনি থানার পুলিস প্রতিদিন পর্যটকদের এই পরীক্ষা করছে।