রাজ্য বিভাগে ফিরে যান

প্রয়াগরাজের দুর্ঘটনায় বাংলার দুই বাসিন্দার মৃত্যু, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য

January 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মৌনী অমাবস্যার ‘পুণ্যস্নানে’ পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মহাকুম্ভে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে যেখানে অসংখ্য পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে। মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করছি।”

কলকাতার গল্ফ গ্রীনের অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার ও শালবনির উর্মিলা ভূঁইয়া মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা গেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বাংলার প্রতিনিধি দল যাচ্ছে প্রয়াগরাজে। রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। এর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Prayagraj, #mahakumbha, #mahakumbha stampede

আরো দেখুন