ওয়াকফ ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে একসুরে বিরোধীরা, বাজেট অধিবেশনেও কী ছড়াবে উত্তাপ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ জেপিসি ইস্যুতে ফুঁসছে বিরোধীরা। শুক্রবার বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে ঐক্যের সুর কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির মধ্যে। জানা গিয়েছে, ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কীভাবে বিরোধীদের উপেক্ষা করা হয়েছে, সেটা সম্মিলিতভাবে তুলে ধরেন বিরোধীরা। এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল বিরোধী সাংসদরা।
বৃহস্পতিবার সংসদে অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। এই বৈঠকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন রাজনাথ সিং, কিরেন রিজিজু, জেপি নাড্ডা, অর্জুন রাম মেঘওয়ালরা। বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেসের তরফে ছিলেন জয়রাম রমেশ, কে সুরেশ, গৌরব গগৈ। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছিল অন্যান্য বিরোধী দলগুলিও।
জানা গিয়েছে, ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের মতামতকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে বিরোধীরা অভিযোগ করেন। বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটিই খারিজ করা হয়েছিল। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আপত্তির কথা জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠিও দিয়েছে তৃণমূল।
আরও পড়ুন: ওয়াকফ বিল নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদের
যৌথ কমিটির বৈঠকে এই বিলটির সক্রিয় বিরোধিতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলকে। যা নিয়ে ডিসেন্ট নোটেও বিলের অসঙ্গতি তুলে ধরেছিল তৃণমূল সাংসদরা। তাই এবারে ওয়াকফ ইস্যুতে বাজেট অধিবেশন সরগরম হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।