স্বপ্নভঙ্গ! মোদী জমানায় তাঁদের অবস্থার কোনও উন্নতি হবে না, মনে করছে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনকে দিন রকেট গতিতে বাড়ছে জিনিসপত্রের দাম। অথচ মানুষের আয় বাড়ছে না। সাধারণ মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে, মোদী জমানায় তাঁদের অবস্থার কোনও উন্নতি হবে না। বরং দিনকে দিন খারাপ হবে পরিস্থিতি। সাধারণ বাজেটের প্রাক্কালে একটি সমীক্ষা রিপোর্টে উঠে এল এমনই তথ্য। মোদী সরকারের উপরে আরও বেশি সংখ্যক মানুষের হতাশার চিত্র রিপোর্টের পরতে পরতে ফুটে উঠেছে। শনিবার সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই তথ্য কেন্দ্রের শাসক দলের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট।
২০১৩ সালের পরে এমন তীব্র হতাশা কখনও দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। অর্থাৎ দ্বিতীয় ইউপিএ জমানার একেবারে শেষ লগ্নে একের পর এক দুর্নীতির অভিযোগ ও জোট সরকারের দুর্বলতা হতাশ করেছিল সাধারণ মানুষকে। ‘আচ্ছে দিনে’র ধুয়ো তুলে ২০১৪ সাল থেকে মোদীর নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু ২০২৫ সালে এসে মানুষের স্বপ্নভঙ্গ আরও প্রকট হয়ে উঠল। সম্প্রতি দেশজুড়ে পাঁচ হাজারের বেশি মানুষের উপর একটি সমীক্ষা চালিয়েছিল সি-ভোটার। সেখানেই সামনে এসেছে মোদী সরকারের প্রতি সাধারণ মানুষের হতাশার ছবিটি।