INDvsENGT20: চতুর্থ টি ২০তে ১৫ রানে ভারত হারাল ইংল্যান্ডকে
January 31, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে ভারত। সর্বোচ্চ ৫৩ রান করেন হার্দিক ও শিবম। রিঙ্কু করেন ৩০ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন মাহমুদ। দুটি উইকেট নেন ওভারটন। ১টি করে উইকেট নেন কার্স ও রশিদ।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬৬ রানে আউট হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ব্রুক ৫১ রান করেন। ৩টি করে উইকেট নেন বিশ্নই ও হর্ষিত।