ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন এনে সিএএ-এনআরসিতে গতি আনতে চাইছে মোদী সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি ইত্যাদি নিয়ে বিগত পাঁচ বছর ধরে চলছে মোদী সরকারের অবৈধ নাগরিকত্ব বিরোধী অভিযান। এবার আসবে আবার নতুন আইন। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন। প্রধানত বাংলাদেশ এবং মায়ানমারে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার জেরে বিপুল অনুপ্রবেশ সম্ভাবনা ঠেকাতে এবং ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার লক্ষ্যে এই আইন ব্যবহার করা হবে বলে দাবি সরকারি কর্তাদের।
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণ এবং অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে শুরু হওয়া অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার হবে বাজেট পেশ। এই অধিবেশনে ১৬টি বিল পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এই তালিকায় রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। জল্পনা তুঙ্গে যে, এই বিলের প্রতিপাদ্য কী? এই বিলের লক্ষ্য সম্ভবত ১৯৪৬ সাল থেকে চলে আসা ১৪ ফরেনার্স অ্যাক্টকে বাতিল বা তা সংশোধন করে নতুন আইন আনা। যদিও এই বিল এখনও মন্ত্রিসভার অনুমোদন পায়নি।
আগামী বছর বাংলা ও অসমে ভোট। তার আগেই অনুপ্রবেশকে আবার একটি বড়সড় ইস্যুতে পরিণত করছে বিজেপি। সেই ভোটের দিকে তাকিয়েই কি এই অনুপ্রবেশ বিরোধী নয়া আইন? পুনরায় এনআরসির ছায়া নেই তো এই বিল আনার পিছনে? এই প্রশ্নগুলি উঠছে রাজনৈতিক মহলে।