জঙ্গলমহল ছেড়ে ঝাড়খণ্ডে ফিরে গেল বাঘ, খোঁজ মিলল জিনাত সঙ্গীর আবাসস্থলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাতত জঙ্গলমহল ছাড়লেন বাঘ মামা। কয়েকদিন ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে চক্কর দিয়ে ফের ঝাড়খণ্ডে ফিরে গেল বাঘ। বন দপ্তর সূত্রে খবর, সোমবারই জঙ্গলমহল থেকে বেরিয়ে বাঘটি পৌঁছে গিয়েছে ওই রাজ্যে। মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস কুলানডাইভেল বলেন, ‘বাঘ এখন ঝাড়খণ্ডে রয়েছে।’
স্বাভাবিক ভাবেই বাঘ এলাকা ছেড়ে চলে যাওয়ায় স্বস্তি পেয়েছেন বাঁকুড়ার জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে স্বস্তি পেয়েছেন বন দপ্তরের আধিকারিক, কর্মীরাও।
ঠিক এক মাসের মাথায় খোঁজ মিলল জিনাত সঙ্গীর প্রাথমিক পরিচয় ও আবাসস্থলের। জানা গেল তার আগমনের পথ। কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের আদি বাসস্থান কোথায় তার কোন রেকর্ড নেই শেষবার অর্থাৎ ২০২১-র ব্যাঘ্র সুমারিতে।
ট্র্যাপ ক্যামেরায় বন্দি হওয়া ওই বাঘের ছবি দেখে ডোরাকাটার নমুনা ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠানোর পর জিনাত প্রেমিকের সেখানে কোন রেকর্ড মেলেনি। তারপরেই বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প ধরে দেখা যায় জিনাত সঙ্গীর ছবি রয়েছে ঝাড়খণ্ডের পালামৌতে। এরপর পরিষ্কার হয়ে যায় জিনাত সঙ্গীর আগমনের পথ। রাজ্যকে এই তথ্য জানানোর পরেই বাংলার হাত ধরে দেশজুড়ে বাঘের খতিয়ানে জিনাত প্রেমিককে নিয়ে নতুন তথ্যপঞ্জি তৈরির কাজ শুরু হল।