সুকান্ত মজুমদার ও শুভেন্দুর দ্বন্দ্বে ‘রসাতলে’ যাচ্ছে দল, নাড্ডাকে নালিশ বঙ্গ বিজেপি’র একাংশের
বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে৷ আর এর মাশুল দিচ্ছে দল৷ আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত ‘রসাতলে’ যাচ্ছে দল। এবার এই অভিযোগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির একাংশ৷ ইমেলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছেন তাঁরা৷
সম্প্রতি বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাজির না থাকা নিয়ে ‘কমফর্ট’ প্রসঙ্গ তোলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে চলা সাংগঠনিক বৈঠকগুলিতে ‘কমফর্ট’ বোধ করেন না শুভেন্দু। জবাব দিতে দেরি করেননি শুভেন্দুও। বিজেপির দুই শীর্ষ নেতার দ্বৈরথ নিয়ে দলের অন্দরেও চর্চা চলছে। বিজেপির একাংশ মনে করছেন, দলের শীর্ষ নেতাদের প্রকাশ্য মতানৈক্য নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিষয়টি জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লেখেন বঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সামসুর রহমান৷
যদিও সামসুরের ইমেলকে গুরুত্ব দিতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের যুক্তি, সামসুর বিজেপিতে সক্রিয় নন। নিজেকে ভাসিয়ে রাখার জন্যে মাঝেমধ্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে নালিশ ঠোকেন। তবে এ নিয়ে বঙ্গ–বিজেপির কেউ আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া দিতে চাননি। তবে ২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে কেন্দ্রীয় কমিটি কোনও পদক্ষেপ করুক, দাবি বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের ৷