‘প্রচার বেশি, প্রস্তুতি কম’, মহাকুম্ভের বিপর্যয়ে যোগী সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রস্তুতি কম, প্রচার বেশি, বাংলায় হলে তো রাষ্ট্রপতি শাসন জারির কথা বলত। মহাকুম্ভমেলায় পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে তুলোধোনা করে বলেন তৃণমৃল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, “আমরাও তো এখানে গঙ্গাসাগর মেলা করছি। ১৪ বছরের সরকার। এখানে শুরু থেকেই মানুষের নিরাপত্তায় জোর দেওয়া হয়।”
গত বুধবার ভোরে, মৌনী অমাবস্যার রাতে অমৃতস্নানকে ঘিরে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল প্রয়াগরাজে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পদপিষ্টের ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হচ্ছে ৩০। আহতের সংখ্যা বহু। আদতে সংখ্যাটা আরও বেশি। ১০০ পেরিয়ে গেলেও অস্বাভাবিক কিছু নেই বলে দাবি করলেন অভিষেক। এই মৃতের তালিকায় রয়েছে বাংলার তিন পুণ্যার্থী।
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমৃলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। নিহতের সংখ্যা ১০০ পেরিয়ে গেলেও অস্বাভিক কিছু নেই!” যোগী সরকারের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন যে, “আসলে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা বেশি। শুধু ঢাকঢোল পিটিয়ে প্রচারই করা হয়েছে। তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এঘটনা যদি বিজেপি বিরোধী রাজ্য, যেমন বাংলা বা তামিলনাড়ুতে ঘটত, তাহলে তো এতদিনে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হত!”
দুর্ঘটনার জেরে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগড়ে অভিষেক বলেন, “মানুষ জীবদ্দশায় একবারই কুম্ভমেলায় যায়। অথচ সেখানে গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই। সবকিছু নেতা আর বড়লোকদের জন্য। তাদেরকে খাতির করে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদের জন্য রাস্তা পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে। এরা ভাবে দেশটাকে কিনে রেখেছি। তার ফলেই এতগুলো প্রাণ চলে গেল।”
প্রসঙ্গত, কুম্ভমেলায় পদপিষ্ট হয়েকতজনের মৃত্যু হয়েছে সেই তথ্য এখনও অধরা। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এছাড়াও মৃতের পরিবারকে ডেথ সার্টিফিকেট-পোস্টমর্টেমের রিপোর্ট না দিয়ে চিরকুটে সই করে মৃতদেহ নিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারিভাবে ডেথ সার্টিফিকেটের কোনও কাগজই যদি না থাকে তাহলে কীভাবে ক্ষতিপূরণের টাকার জন্য আবেদন করবেন নিহতের পরিবারের সদস্যরা? তাই গোটা ঘটনায় যোগী সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ি করছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা।