দেশ বিভাগে ফিরে যান

৮২ বছর পর এই জানুয়ারিতে ‘উষ্ণতম’ শীত কাটাল পূর্ব ও উত্তর-পূর্ব ভারত

February 1, 2025 | 2 min read

দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালটি ছিল দেশে উষ্ণতম। গতবছর দেশের গড় তাপমাত্রা দীর্ঘকালীন গড়ের থেকে ০.৬৫ ডিগ্রি বেশি ছিল। এর আগে দেশে সব থেকে উষ্ণ বছর ছিল ২০১৬। নতুন বছরের প্রথম মাসে বেশি তাপমাত্রার প্রবণতা থেকে আবহাওয়াবিদদের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছে যে, পুরো ২০২৫ সালটি কীভাবে কাটবে? কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র শুক্রবারই দিল্লিতে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভবিকের থেকে বেশি থাকবে। বৃষ্টিও হবে স্বাভাবিকের থেকে কম। এর মধ্যে পূর্ব ও উত্তর ভারতও আছে।

পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্ব ভারত ৮২ বছর পর এই জানুয়ারিতে ‘উষ্ণতম’ শীত কাটাল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। জানুয়ারিতে দেশের এই অংশে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৪৩ সালে জানুয়ারিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা (১২.১০) এর থেকে বেশি হয়েছিল। এই বছর পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে জানুয়ারিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭৭ ডিগ্রি বেশি ছিল। ১৯৪৩ সালে এটা ছিল স্বাভাবিকের থেকে ১.৯৭ ডিগ্রি বেশি।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ভরা শীতকাল জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশি ছিল কেন? তার প্রকৃত কারণ জানার জন্য বিস্তারিত বিশ্নেষণ প্রয়োজন বলে মনে করেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে তিনি জানিয়েছেন, সাধারণভাবে দেখা যাচ্ছে, এবার জানুয়ারিতে পশ্চিম হিমালয় এলাকায় পরপর পশ্চিমী ঝঞ্ঝা এসেছে। ঝঞ্ঝাগুলি খুব শক্তিশালী ছিল না। কিন্তু তার প্রভাবে উত্তুরে হাওয়া দুর্বল হয়েছে। পশ্চিমবঙ্গসহ পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে কনকনে ঠান্ডা পড়ে মূলত উত্তুরে হাওয়া সক্রিয় থাকলে। গত ১২ বছরের মধ্যে এবারের জানুয়ারি কলকাতাও উষ্ণতম ছিল। এবার জানুয়ারিতে শহরে সর্বনিম্ন তাপমাত্রা একদিন ১২.৩ ডিগ্রিতে নেমেছিল। সেটাই ছিল এবারের শীতে এখনও পর্যন্ত শীতলতম দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #North East, #Season, #Warmest winter, #East

আরো দেখুন