কলকাতা বিভাগে ফিরে যান

বাটানগরে ১১১ ফুটের সরস্বতী!

February 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির সেরা পুজোয় বড় প্রতিমা, মণ্ডপ চোখ ধাঁধিয়ে দেয় সকলের। কিন্তু সরস্বতী পুজোয়? বাসন্তী পঞ্চমীতে বিদ্যারদেবী মা সরস্বতীর আরাধনা এক অন্যমাত্রা রয়েছে বঙ্গে। সেই আবেগকে সঙ্গী করেই সবচেয়ে বড় সরস্বতী পুজো করতে চলেছে বাটানগরের দুটি ক্লাব! নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে ১১১ ফুটের সরস্বতী।

বাটানগরে দীর্ঘ দিন ধরেই বাগদেবীর আরাধনা করে আসছে স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দুটি ক্লাব। তবে বড় পুজোর স্বার্থে প্রথমবার ক্লাব দুটি একসঙ্গে পুজো করছে। শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠছে মণ্ডপ। যার উচ্চতা ১১১ ফুট। প্রতিমাতেও থাকছে চমক। রূপ নজর কাড়বে দর্শনার্থীদের। দুর্গাপুজোতে মা দুর্গার আদলে মণ্ডপ দেখেছে বঙ্গবাসী। তবে সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা প্রথম বলে দাবি উদ্যোক্তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saraswati Puja 2025, #saraswati pujo, #Batanagar, #111 foot idol

আরো দেখুন