রাজ্য বিভাগে ফিরে যান

আম জনতার জন্য ‘Disaster’ ও গভীর ষড়যন্ত্র, কেন্দ্রীয় বাজেট নিয়ে আর কী বললেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র? দেখুন ভিডিও’

February 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আম জনতার জন্য কেন্দ্রের এই বাজেট (২০২৫-‘২৬) হল বিপর্যয় এবং এমন এক ষড়যন্ত্র, যার শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে, কার্যত এমনভাবেই কেন্দ্রীয় বাজেট ২০২৫-‘২৬ ব্যাখ্যা করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বাংলার মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত্র মিত্র। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, প্রায় প্রতি ক্ষেত্রেই সাধারণ মানুষের জন্য বরাদ্দ কমিয়েছে কেন্দ্র সরকার। সামাজিক পরিষেবা ক্ষেত্রে বরাদ্দ কমেছে ১৬ শতাংশ, আবাসন ক্ষেত্রে বরাদ্দ কমেছে চার শতাংশ, দলিত, তপশিলি উন্নয়ন ক্ষেত্রে বরাদ্দ কমেছে তিন শতাংশ, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে পাঁচ শতাংশ এমনকি খাদ্য ভর্তুকিও কমেছে এক শতাংশ। যুবকদের মধ্যে বেকারত্বের হার ৪৬ শতাংশ, যার মধ্যে ত্রিশ শতাংশ স্নাতক।

বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশী বিনিয়োগের ঘোষণাকে ষড়যন্ত্র হিসাবে দেখছেন প্রবীণ অর্থনীতিবিদ। বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দেবেন সাধারণ মানুষ, বিদেশী কোম্পানি একশো শতাংশ অংশিদারিত্ব নিয়ে ব্যবসা করতে আসবে, এতে লাভবান হবে কে? প্রশ্ন তুলছেন অমিত মিত্র। পাশাপাশি এহেন সিদ্ধান্ত এলআইসির মতো সংস্থার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মত তাঁর।

সমীক্ষায় দেখা গিয়েছে, উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি হার কমেছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর ভারতের জিডিপির ১৫ শতাংশ অংশীদার, যাকে পঁচিশ শতাংশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু তা নিয়ে বাজেটে কোনও ঘোষণা নেই, সে’প্রশ্নও তুলছেন প্রবীণ অর্থনীতিবিদ। তাঁর প্রশ্ন, বাজেটে সাধারণ মানুষের জন্য কী করা হল?

মন্দা নিয়ন্ত্রণ নিয়েও বাজেটে কিছু বলা হয়নি, তা নিয়েও সরব হন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী। বাজেটকে কৌশলী বাজেট বলে কটাক্ষ করছেন তিনি। তাঁর মতে, আয়করে সামান্য যা ছাড় মিলেছে তা আর চোখে দেখা যাবে না মন্দার জেরে। ভারত সরকার আরও ১৫ লক্ষ কোটি টাকা ঋণ নেবে, ঋণের বোঝা চলতেই থাকবে। বাজেটে মহিলাদের জন্য কিছু নেই, যুব সম্প্রদায়ের জন্য বেকারত্ব ছাড়া কিছুই নেই। কৃষকদের জন্যেও বাজেটে কিছুই নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Union Budget, #Dr Amit Mitra, #budget 2025, #Union Budget 2025

আরো দেখুন