বীরভূম জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ খতিয়ে দেখল স্ট্যান্ডিং কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতি ও শুক্রবার বীরভূম জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ খতিয়ে দেখেন স্বনির্ভর ও স্বনিযুক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে বীরভূম জেলাজুড়ে স্টাডি ভিজিট শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ খতিয়ে দেখা হয়। পরে শুক্রবার বিকালে জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। জেলাশাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কমিটির সদস্যরা ম্যারাথন বৈঠক করেন। বৈঠকে বিধানসভার ডেপুটি স্পিকারও উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজের মানোন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাবও উঠে আসে। আগামীতে জেলা প্রশাসন ওই প্রস্তাবকে সামনে রেখে কাজে ঝাঁপাতে চাইছে। এছাড়াও শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে কমিটির চেয়ারপার্সন তথা বিধায়ক নীলাবতি সাহা বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ দেখে আমরা খুবই আপ্লুত। তাঁদের হাতে তৈরি সামগ্রীর মধ্যে কাঁথাস্টিচ এগিয়ে রয়েছে। জেলায় নতুন নতুন গোষ্ঠীও তৈরি হচ্ছে। আরও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীতে কাজের পরিধি আরও বাড়বে। জেলাশাসক বলেন, স্ট্যান্ডিং কমিটির তরফে প্রশংসার পাশাপাশি পরামর্শও দেওয়া হয়েছে।