দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা নিয়েছেন ১.০৭ কোটি মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

দুয়ারে সরকারে গোটা রাজ্যের ১.০৫ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা নিয়েছেন ১.০৭ কোটি মানুষ। এই অভূতপূর্ব সাড়া দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে ভিড় করেছেন মানুষ।
রবিবার ফেসবুকে একটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকারের নবম পর্বে ১.০৫ লক্ষ ক্যাম্পে এসেছে ১.০৭ কোটি মানুষ। আমরা ৭৬ লক্ষ নয়া আবেদন পেয়েছি। এর মধ্যে ৫০ শতাংশ আবেদন ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়েছে।’
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে দুয়ারে সরকারের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক আধিকারিকরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন, ‘সর্বোপরি আমি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি দুয়ারে সরকার প্রকল্পকে সফল করতে তাঁদের সাহায্য ও ভরসার জন্য।’
গত ২৪ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে নবম বারের দুয়ারে সরকার শিবির। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।