রাজ্য বিভাগে ফিরে যান

প্রয়াত কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

February 2, 2025 | < 1 min read

প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ‘লাল’ নামেই তিনি পরিচিত ছিলেন।

শনিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে পলাশির মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। তিনি দু’বার, ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন।

নাসিরউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী ছিলেন। এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। ২০১১ সালে প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। এরপর ২০২১ সালে ভোটে জিতে আবার কালীগঞ্জ থেকে বিধায়ক হন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে শোকপ্রকাশ করে রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ সহকর্মী নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের মৃত্যুতে আমি শোকাহত । তিনি একজন প্রবীণ জনকর্মী ও রাজনৈতিক প্রতিনিধি ছিলেন। শুধু তাই নয় নাসিরউদ্দিন একজন আইনজীবী এবং খুব ভালো সমাজকর্মী। তিনি আমাদের দলের সম্পদ । তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি জানাই আমার সমবেদনা।’

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন