দেশ বিভাগে ফিরে যান

খোদ ‘রাম-রাজ্য’ অযোধ্যায় দলিত তরুণী ধর্ষণ করে খুন! সরব বিরোধীরা, ভোটের আগে চাপে বিজেপি

February 3, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মিল্কিপুর উপনির্বাচনের আগে অযোধ্যায় যুবতীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসকদল বিজেপি। বিশেষত ২২ বছরের যে যুবতীর দেহ উদ্ধার হয়েছে, তিনি একজন দলিত এবং মিল্কিপুর কেন্দ্রটিও তফসিলি জাতি সংরক্ষিত আসন।

খোদ ‘রাম-রাজ্য’ অযোধ্যায় বৃহস্পতিবার রাতে ‘ভাগবত কথা’ শুনতে গিয়েছিলেন দলিত তরুণী। আর ফেরেননি। শনিবার অযোধ্যার একটি খালে ২২ বছরের ওই তরুণীর হাত-পা বাঁধা নগ্ন দেহ উদ্ধার হয়। তাঁর চোখও খুবলে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না। পরিবারের দাবি, থানায় গেলেও পুলিস তাদের ফিরিয়ে দেয়। সেই প্রসঙ্গ তুলে রাহুল বলেছেন, ‘অযোধ্যায় এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তিনদিন ধরে সাহায্যের আর্জি জানিয়েছে নির্যাতিতার পরিবার। তাতে গুরুত্ব দিলে হয়তো একটা জীবন বেঁচে যেত। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের আমলে দলিতদের উপর অত্যাচার বেড়েই চলেছে। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’ একইসুরে প্রিয়াঙ্কাও বলেছেন, ‘বিজেপির জঙ্গলরাজে দলিত, আদিবাসী, গরিবদের চিৎকার কেউ শুনবে না। দলিতদের উপর অত্যাচার নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে সরকার।’

এদিন সপার দলিত সাংসদ পুরো ঘটনায় সরকারকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে দিল্লি যেতে দিন। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বিষয়টি তুলে ধরব। এই ঘটনায় ন্যায়বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেব। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ আমরা। ইতিহাস আমাদের বিচার কীভাবে করবে?’

এদিকে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। যোগী আদিত্যনাথ দলিত রমণীর উপর এই নৃশংস কাজের পিছনে সপার কর্মীদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন হলেও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই বলা যাবে ধর্ষণ হয়েছিল কিনা। তবে যুবতীর মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তপাতে বলে স্বীকার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় দিল্লির ভোট ও মিল্কিপুরের উপনির্বাচনের মুখে বেজায় কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। বাজেট পেশের দিন থেকেই বিরোধীরা মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির নেতৃত্বে হট্টগোল পাকিয়েছিল। এদিন মহাকুম্ভের সঙ্গে যোগ হয়েছে অযোধ্যার ঘটনাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rape, #bjp, #Murder, #Ayodhya, #Dalit Woman

আরো দেখুন