১৯টি রাজ্যকে দাবানল রোধে ৮১৯ কোটি টাকা দেবে কেন্দ্র, এক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের ১৯টি রাজ্যে জঙ্গলের আগুন লাগা প্রতিরোধের জন্য প্রায় ৮১৯ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি। ক্যালিফোর্নিয়াতে বিধ্বংসী দাবানলের পর জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু এক্ষেত্রেও বঞ্চনার শিকার হল পশ্চিমবঙ্গ। যে ১৯টি রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। যদিও বনাঞ্চলে আগুন লাগার প্রবণতা থেকে মুক্ত নয় এরাজ্য। অতীতে রাজ্যের বিভিন্ন জায়গায় বনে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়নি।
রাজ্যের বনমন্ত্রী বীররাহা হাঁসদা, এই প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার তো রাজনৈতিক কারণে সব ব্যাপারে আমাদের রাজ্যকে বঞ্চিত করছে। এক্ষেত্রেও তাই হয়েছে। রাজ্য সরকার নিজ উদ্যোগে বনসম্পদ রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, জঙ্গলে আগুন নিয়ন্ত্রণের এই প্রকল্পটি ১৯টি রাজ্যের ১৪৪টি জেলাতে কার্যকর হবে। মোট ৮১৮.৯২ কোটি টাকার প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ৬৯০.৬৩ কোটি টাকা। যে রাজ্যগুলি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে আছে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, অসম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ। এই রাজ্যগুলিকে জঙ্গলের আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
রাজ্য বনদপ্তরের রিপোর্ট অনুযায়ী, বেশকিছু এলাকা জঙ্গলে আগুন লাগার ক্ষেত্রে স্পর্শকাতর। বনদপ্তরের অনেকগুলি ডিভিশনকে এই ব্যাপারে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে অতীতের আগুন লাগার ঘটনাগুলিকে খতিয়ে দেখার মাধ্যমে। এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিভিশন যেমন বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ, পাঞ্চেত, রূপনারায়ণপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়্গপুর, বৈকুণ্ঠপুর, পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং রয়েছে।