২০২৭-এর আগে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম, মনে করছে নির্মাণকারী সংস্থা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৭ সালের ডিসেম্বর মাসের আগে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না। সেভক-রংপো রেল প্রকল্পটি প্রায় ৪৫ কিমি দীর্ঘ। পাহাড়ি পথে ১৪টি টানেল তৈরি করে রেলপথ তৈরি হচ্ছে। এরকমটাই মনে করছেন অনেকে।
প্রথমে স্থির হয় ২০২৪ সালে কাজ শেষ করা হবে। কিন্তু হয়নি। পরবর্তীতে ঠিক হয় ২০২৫ সালে কাজ শেষ করা হবে। কিন্তু ওই সময়েও হচ্ছে না। যে গতিতে কাজ চলছে তাতে ২০২৭ সালের ডিসেম্বরের আগে সেভক-রংপো রেলপ্রকল্প শেষ হওয়ার সম্ভাবনা কোনওভাবেই দেখছে না নির্মাণকারী সংস্থা। অন্ততপক্ষে যে অংশে সুড়ঙ্গ খননের কাজ বাকি রয়েছে সেখানেই দু’বছর সময় লেগে যাবে। তারপর রেলের ট্র্যাক বসানো হবে। খুব স্বাভাবিকভাবেই ডিসেম্বর ২০২৭-এর আগে সেই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড (ইরকন)।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, বিভিন্ন কারণে কাজের গতি শ্লথ হয়েছে। তবে আমরা আশা করছি, ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারব।
২০২৩ সালে সিকিমে প্রাকৃতিক বিপর্যয় এবং গতবছর অতিবৃষ্টির কারণে বারবার ১০ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়েছে। রাস্তার উপর চাপ যাতে না বেড়ে যায় তা নিশ্চিত করতে কালিম্পং জেলা প্রশাসন ১০ নম্বর জাতীয় সড়কে ১০ টন থেকে ভারী গাড়ির যাতায়াত বন্ধ করে দিয়েছে। তাতে কাজের গতি আরও মন্থর হয়েছে। রেল ব্রিজের উপর দিয়ে ভারী গার্ডার বহন কিংবা রেলের লাইন নিয়ে যেতে ইরকন’কে তাই সমস্যায় পড়তে হচ্ছে, জানিয়েছেন ইরকনের প্রজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং।
উল্লেখ্য, ২০০৯ সালে সেভক-রংপো রেলপ্রকল্পের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জমি জট তারপরে ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধ মিটিয়ে ২০১৮ সালে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ঠিক ছিল ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু ২০২৩ সালের ভারী বর্ষণ ও ২০২৪ সালে ১০ নম্বর জাতীয় সড়ক দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ঠিক হয়েছিল, সিকিমের ভারতে অন্তর্ভুক্তির ৫০ বছর উপলক্ষ্যে ২০২৫ সালে কাজ শেষ করা হবে। সেখানেও বাধা হয়েছে গত বছরের অতিবৃষ্টি এবং ১০ টনের চেয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। তবে এবারে সেই সম্ভাবনাও কম। সেভক থেকে রিয়াং পর্যন্ত ১৪ কিমি সুড়ঙ্গ পথ চলতি বছরের ডিসেম্বরে খোলার সম্ভাবনা রয়েছে।