সুন্দরবনের সংকটজনক ৩৯টি দ্বীপ রক্ষা করতে ম্যানগ্রোভে আস্থা নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ দলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুন্দরবনের ৫৪টি দ্বীপের মধ্যে ৩৯টি দ্বীপ সংকটজনক হয়ে উঠেছে। একের পর এক ঘূর্ণিঝড়ের কারণে বিপন্ন এই সব দ্বীপের অবস্থা। কমছে মিষ্টি পানীয় জল, অসুবিধায় কৃষিকাজ ও মাছ চাষ। ঘূর্ণিঝড়ের লাগাতার প্রভাবে বদলে যাচ্ছে নদীর গতিপথ। দ্বীপের একদিকে ভাঙছে নদী বাঁধ। অন্যদিকে তৈরি হচ্ছে খাত। সুন্দরবন রক্ষায় তাই মাস্টারপ্ল্যান বানাতে আগ্রহী রাজ্য।
রাজ্যের অভিযোগ মিলছে না কেন্দ্রীয় অর্থ সাহায্য। বিশ্বব্যাংকের সহায়তায় ৪১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে আগ্রহী রাজ্য। ৩০% টাকা দিতে হবে রাজ্যকে। এই প্রকল্পের জন্য কেন্দ্রের ছাড়পত্র চায় রাজ্য। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ও নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা ঘুরে দেখে রিপোর্ট বানাচ্ছেন সুন্দরবনের। জানা গিয়েছে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা এসে প্রাকৃতিক প্রাচীরেই অর্থাৎ ম্যানগ্রোভে আস্থা রাখার কথা জানিয়েছেন।