উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দুয়ারে সরকারের শিবির মাতাচ্ছে রাজবংশী সমাজের ‘নাটুয়া’ গান

February 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকপ্রসার প্রকল্পে নথিভুক্ত লোকশিল্পীরা ইসলামপিরের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবিরে গানের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার ও স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরছেন। এদিন ফর্ম জমা দিতে এসে মানুষের বাড়তি পাওনা ছিল ‘নাটুয়া’ গান।

জগতাগাঁওয়ের সাবুলাল সিংহ, রামনাথ সিংহ, কিলারাম সিংহ, সুবলচন্দ্র সিংহ, সজনীকান্ত সিংহ, অতুল সিংহ সহ মোট ১২ জনের একটি দল দীর্ঘদিন নাটুয়া গান গাইছেন। বাঁশি, ঢোলের সঙ্গে গান ও অভিনয় মিলিয়ে নাটুয়া গান গাওয়া হয়। তথ্য ও সংস্কৃতি বিভাগের মহকুমা আধিকারিক শুভদীপ দাস বলেন, সরকারি নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন শিবিরে লোকগানের আয়োজন করি। যাতে মানুষ পরিষেবা নেওয়ার পাশাপাশি গানবাজনা শুনতে পারেন। লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা এই অনুষ্ঠানের জন্য প্রত্যেকে ১ হাজার করে টাকা পান। এতে শিল্পীদের আয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পও প্রচার হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#folk, #Duare Sarkar, #Rajbangshi, #Natua song

আরো দেখুন