রাজ্য বিভাগে ফিরে যান

ডায়মন্ডহারবারের মানুষকে আলো দেখাচ্ছে অভিষেকের ‘সেবাশ্রয়’

February 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি পরিষেবার সঙ্গে ‘সেবাশ্রয়’ প্রকল্পকে এক করা ঠিক নয়। তেমন বড় কোনও বিষয় নয়। দলের একাংশ প্রবীণ নেতার বক্তব্য ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে এমনই রয়েছে। কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে? একমাসেই স্বাস্থ্য পরিষেবায় নয়া রেকর্ড গড়ে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। একেবারে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা থেকে শুরু করে ডায়মন্ডহারবারে এখন জীবনদায়ী ওষধুও পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে। আর পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন সাড়ে পাঁচ লক্ষ মানুষ। সমালোচকরা যাই বলুন, ২ জানুয়ারি থেকে পথচলা শুরু ‘সেবাশ্রয়’ প্রকল্প ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ব্যাপক প্রভাব ফেলেছে। একমাসেই প্রায় ৫.৫ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুরোগের চিকিৎসা থেকে চোখের ছানি বা হার্ট অপারেশনের সুবিধা পেয়েছেন বাসিন্দারা।

গত এক মাসে রুটিন চেকআপ সহ নানান জটিল রোগে আক্রান্ত রোগীরা সাহায্য পেয়েছেন এই সেবাশ্রয় শিবির থেকে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বেঙ্গালুরু কিম্বা ভেলোরের চিকিৎসকদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে এই শিবির থেকে। এপ্রসঙ্গে অভিষেকের বক্তব্য,’ স্বাস্থ্য পরিষেবা কোনও নীতি নির্ধারণ বা নির্বাচনী সময়ের অপেক্ষায় থেমে থাকতে পারে না। সেবার জন্য সক্রিয়তা, দায়বদ্ধতা এবং দ্রুত সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা আছে। সেই কাজই করছে সেবাশ্রয়।’ তৃণমূল সংসদ জানিয়েছেন, ‘এই কর্মসূচি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মাঝে ১৫–১৬ তারিখ নাগাদ শেষ হয়, তাহলে প্রয়োজনে আমরা পয়লা বৈশাখের আগে ৫ হাজার ডাক্তারের কনভেনশন করব কলকাতার বুকে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Diamond Harbour, #Sebashray Health Camp

আরো দেখুন