মহাকুম্ভে আবার দুর্ঘটনা – এবার হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবারের মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করেছে উত্তর প্রদেশ সরকার। জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থা ছিল। বিশেষত হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শন ছিল বিশেষ আকৰ্ষণ। কিন্তু সোমবার সেই বেলুনেরই দুর্ঘটনা ঘটে গেল। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। তার মধ্যে রয়েছে দুই কিশোরও। জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ না কাটতেই ফের দুর্ঘটনা হলো মহাকুম্ভে।
জানা যাচ্ছে মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত।
জানা গেছে, হাসপাতালে আনার পরেই ফার্স্ট এইড দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।