প্রেমের সপ্তাহের প্রাককালে চড়া দামেও তুঙ্গে গোলাপের চাহিদা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভ্যালেন্টাইন ইউকের প্রাককালে বাজার মাতাচ্ছে লাল গোলাপ। সরস্বতী পুজো থেকেই অতিরিক্ত চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। শুধু লাল গোলাপ নয়, গোলাপি, সাদা, হলুদ গোলাপের চাহিদাও ঊর্ধমুখী। শনিবার থেকেই রমরমিয়ে চলছে গোলাপ বিক্রি।
রবি ও সোমবার ডালখোলা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইসলামপুর সবজায়গায় একই ঘটনা। গোলাপ বিক্রির ধুম লাগায় মুখে হাসি ফুটেছে ফুল বিক্রেতাদের। তেমনই মনের মতো গোলাপ খুশি ক্রেতাদেরও। তবে কোনও জায়গায় শুধু এক পিস গোলাপের দাম ৬০ টাকা তেমনই কোনও জায়গায় গোলাপ বিকোচ্ছে ২০ টাকায়।
রায়গঞ্জের এক ফুলবিক্রেতার মতে, লম্বা ডাঁটিওয়ালা বিশেষ প্রজাতির গোলাপ এবারে ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। বেঙ্গালুরু থেকে আসা গোলাপেরই চাহিদা সব থেকে বেশি। যেগুলি প্রতি পিস ৬০ টাকায় বিকোচ্ছে। সাধারণ সময়ে প্রতি পিস গোলাপের সর্বোচ্চ দাম হয় ৩০ টাকা। জোগান কম চাহিদা বেশি হওয়ায় এক পিস গোলাপ ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।