রাজ্য বিভাগে ফিরে যান

বন্ধ হবে যাত্রী হয়রানি! APP CAB সংস্থার বিরুদ্ধে নয়া পদক্ষেপ রাজ্যের

February 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাপ ক্যাবে যাত্রী হয়রানি রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের। এই সংস্থাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। এবার এই সংস্থাগুলির সফটওয়্যারের ওপর নজরদারি চালাবে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি পরিবহণ মন্ত্রীর সঙ্গে অ্যাপ ক্যাব সংস্থাগুলির বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, অ্যাপ সংস্থাগুলির সফটওয়্যার অ্যাক্সেস করবে রাজ্য সরকার। এর ফলে যেমন যাত্রী হয়রানি বন্ধ হবে, তেমনি অন্যান্য বিষয়ে নজরদারি চালানো যাবে বলে মনে করা হচ্ছে। এর মূল লক্ষ্য যাত্রী এবং চালকের স্বার্থ সুরক্ষিত করা।

এর আগে যাত্রীদের অভিযোগ ছিল, APP CAB সংস্থাগুলি তাদের নথিভুক্ত গাড়ির সংখ্যা কম করে দেখাত। ফলে রাজ্যের রাজস্ব আদায়ে ক্ষতি হচ্ছিল। এছাড়াও যাত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার দায় এড়িয়ে যেত সংস্থাগুলি। কিন্তু এবার থেকে রাজ্য সরকার সরাসরি সংস্থাগুলির সফটওয়্যারে ঢুকে সবকিছু খতিয়ে দেখবে। ফলে সংস্থাগুলি ভুল তথ্য দেখাতে পারবে না।

জানা গিয়েছে, একসপ্তাহের মধ্যে নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে। এরজন্য আবেদন করতে লাগবে ১০ হাজার টাকা। এছাড়াও লাইসেন্সের জন্য রাজ্য সরকারকে দিতে হবে ৫ লক্ষ টাকা। পাশাপাশি লাইসেন্স রিনিউ, ডুপ্লিকেট লাইসেন্স ঠিকানা বদলের জন্য ২,৫০০ টাকা ফি দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে ১- ৫ লক্ষ টাকা পর্যন্ত। এই নিয়ম মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে পরিবহণ দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#transport, #App Cab, #state govt, #passenger-friendly policy

আরো দেখুন