রাজ্য বিভাগে ফিরে যান

কারখানা খুলবে ১১০০ উদ্যোগপতি, শিল্প সাথী পোর্টালে আবেদন করলে দ্রুত মিলছে অনুমোদন  

February 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত এক বছরে  প্রায় ১১০০ উদ্যোগপতি কারখানা তৈরির ছাড়পত্র পেয়েছেন। রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীন শিল্প সহায়তা কেন্দ্রের সাহায্যে দ্রুত অনুমোদন মেলায় খুশি কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু উদ্যোগপতি। এখনও অনেকে আবেদন করছেন। তাদের আবেদন যাচাইয়ের কাজ চলছে বলে জানা গিয়েছে।  

আগে কারখানা খোলার অনুমোদন জোগাড় করতে বিভিন্ন অফিস ঘুরতে হতো। কিন্তু বর্তমানে দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে যোগ্য আবেদনকারীকে সরকারি ছাড়পত্র দেওয়া হচ্ছে। তাই ছোট ও মাঝারি কারখানা করে জীবিকা নির্বাহ করতে আগ্রহী বহু মানুষ। 

সরকারি অনুমোদন প্রথমে রাজ্যের শিল্প সাথী পোর্টালে আবেদন করতে হবে। তাঁর সাহায্যে এগিয়ে আসে জেলা শিল্প সহায়তা কেন্দ্র। তার কয়েকদিনের মধ্যেই মিলে যায় অনুমোদন। ইতিমধ্যেই গড়িয়া এবং মগরাহাটের বাসিন্দা কারখানা তৈরির আবেদন করেছিলেন। এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অনুমতি তাঁরা পেয়ে গেছেন বলে জানা গিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Entrepreneurs, #Factories, #Shilpa Sathi Portal

আরো দেখুন