কোচবিহারে শুরু হল ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারের বলরামপুরে সূচনা হল ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর হাইস্কুল ফুটবল ময়দানে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। ৪ দিনের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলা ও অসমের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। মোট ৩২টি ব্লকের ১২৮ জন প্রতিযোগী এবং প্রতিদিন প্রায় ১০ন থেকে ১২ জন আমন্ত্রিত শিল্পী অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে থাকছে নৃত্য, মূকাভিনয়। জানা গিয়েছে, আরও ২০০-র বেশি শিল্পী প্রতিযোগিতায় অংশ নেবেন।
প্রসঙ্গত, কোচবিহারের বলরামপুর শিল্পীদের আখড়া। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ থেকে শুরু করে নায়েবআলি টেপু, প্যারিমোহন দাসের মতো প্রখ্যাত ভাওয়াইয়া গায়কের জন্মও এখানে। আবার মানসাইতে টগর অধিকারী ও তুফানগঞ্জে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার মতো শিল্পীদের জন্মও সেখানে।