নদীয়া ছাড়া আরও দুই জেলায় BSF-কে জমি দিল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধীরা যতই সমালোচনা করুন, একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ডার আউট পোস্টের জন্য বিএসএফ-কে ইতিমধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নদীয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষায় আরও দুই জায়গায় বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। জলপাইগুড়ি এবং মালদহে জমি দেওয়া হবে।
জলপাইগুড়ি এবং মালদা জেলা উত্তরবঙ্গের মধ্যে পড়ে। আর এই দুই জায়গা থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এই দুই জায়গা দিয়ে জঙ্গিরা ঢুকে এপার বাংলায় নাশকতার ছক করছে। তাই বিএসএফকে এই দুই জেলায় জমি দিয়ে সীমান্ত পুরোপুরি সিল করতে চাইছে রাজ্য সরকার। বাংলাদেশি নাগরিকরাও এই পথে অবৈধভাবে অনুপ্রবেশ করে গা–ঢাকা দিচ্ছে বলে অভিযোগ। তাই বাংলার মানুষের সুরক্ষার স্বার্থে জলপাইগুড়ির অন্তর্গত বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদার নারায়নপুরে ১৯.৭৩ একর জমি দেওয়া হবে বিএসএফকে।
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই এই জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে ওই দুই জেলায় জমি দেওয়ার পাশাপাশি তিনটি জায়গায় হোম স্টে করার জন্য জমির ব্যবস্থা করা হচ্ছে। দুটি হোম স্টে হবে আলিপুরদুয়ারে এবং একটি হোম স্টে হবে জলপাইগুড়িতে। চারটি চা–বাগান থেকে এই জমি নেওয়া হচ্ছে। সেখানেই গড়ে উঠবে পর্যটকদের জন্য সুন্দর হোম স্টে। বিজেপি অভিযোগ করে জমি দিচ্ছে না রাজ্য সরকার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিএসএফকে একের পর এক জায়গায় জমি দিচ্ছে।