BGBS 2025: শিল্প টানতে বাণিজ্য মঞ্চে বড় ঘোষণা মমতার, কী বললেন শিল্পপতিরা – জেনে নিন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ শুরু হল দু’দিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভাগ করে নিলেন মুকেশ অম্বানী, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, তরুণ ঝুনঝুনওয়ালা, সঞ্জয় বুধিয়া, সঞ্জীব পুরী, প্রসূন মুখোপাধ্যায়, রুদ্র চট্টোপাধায়, রমেশ মিত্তাল, উমেশ চৌধুরীদের মতো শিল্পপতিরা। আছেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি। এর মধ্যে ২০টি দেশ ‘পার্টনার’। এছাড়াও ৫,০০০ বিশিষ্ট অংশ নিয়েছেন এই সম্মেলনে।
কী বললেন শিল্পপতিরা? দেখে নিন
বিকেল ৪.২১: পরিশেষে মুখ্যমন্ত্রী বলেন “আগামী ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বাংলা আপনাদেরই গৃহ, এখানে আসুন, বিনিয়োগ করুন।”
বিকেল ৪.১০: এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে, “দেউচা-পাচামি কোল ব্লক তৈরি হয়েছে। জমিদাতাদের চাকরি দেওয়ার কাজও হবে। বীরভূমের বাসিন্দাদের অনেক ধন্যবাদ। দেউচা-পাচামিতে কাল থেকেই কাজ। পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্য সচিব। বিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা। কয়েকদিন আগে ইনফোসিসের বিল্ডিং উদ্বোধন। কন্যাশ্রীতে পুরস্কার পেয়েছে বাংলা। তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলা দেশের সেরা।”
বিকেল ৪.০০: বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তিনি বললেন, ”বাংলায় বাণিজ্য সম্মেলন নিয়ে অনেকের প্রশ্ন। অনেকেই প্রশ্ন তোলেন, কী হবে এই সম্মেলন করে। কিন্তু আমাদের দেখাদেখি অন্য সব রাজ্যও এ ধরনের সম্মেলন করছেন। আর তাছাড়া পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি। রাজ্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ। দুয়ারে সরকার পরিষেবা দেওয়া হচ্ছে। কন্যাশ্রীতে পুরস্কার পেয়েছে বাংলা। সংসদে আমাদের ৩৯% মহিলা প্রতিনিধি। বাংলায় এখন আর ধর্মঘট হয় না। রাজ্যে এখন আর লোডশেডিং হয় না। ফিরেছে কর্মসংস্কৃতি।”
দুপুর ৩.৪৩: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রসিকতার ছলে বলেন, ”মুকেশ তো সবই বলে দিল, আমি আর কী বলব?।” তিনি বিশেষভাবে ধন্যবাদ জানালেন আম্বানি পরিবার, হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রীকে। বিনিয়োগকারীদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। JIO-র গেটওয়ে হবে কলকাতা। ক্ষুদ্র-মাঝারি শিল্পে এক নম্বর বাংলা। বাংলায় ২০০ আইটি পার্ক রয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের দেখে অন্যদের বাণিজ্য সম্মেলন। নারীর ক্ষমতায়নে এক নম্বরে বাংলা। ক্ষুদ্র ও কুটিরশিল্পেও এক নম্বরে। পথ দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী।”

দুপুর ৩.২৬: বক্তব্য রাখছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। তিনি বলেন, “বাংলার মনীষীদের আমার প্রণাম। কালীঘাট মন্দিরের সংস্কারের আর্থিক সাহায্য। বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। সম্মেলনে আসতে পেরে আমি খুশি। মমতা মানেই বিজনেস। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার উন্নয়ন। অর্থনীতি বাণিজ্যে নবজাগরণ বাংলায়। বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগ।” তিনি আরও বলেন, “রাজ্যে ১৩০০ রিলায়েন্স স্টোর রয়েছে। কলকাতায় সবচেয়ে বেশি JIO গ্রাহক। বিনিয়োগ দ্বিগুণ করবে রিলায়েন্স। আগামী বছরেই দিঘার কেবল ল্যান্ডিং স্টেশন চালু। আগামী ৯ মাসে তৈরি হবে AI ডেটা সেন্টার। বস্ত্র শিল্পেও বিনিয়োগ করবে রিলায়েন্স। এনার্জি সেক্টরেও বিনিয়োগ করবে রিলায়েন্স। বাংলার রিলায়েবল পার্টনার রিলায়েন্স। বিশ্বমঞ্চে যাবে বাংলার জামদানি শাড়ি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রেড কার্পেট আমন্ত্রণ।”

দুপুর ৩.১৬: জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল জানালেন, “বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ অন্য রাজ্যে পাওয়া যায় না। বাংলায় বিনিয়োগ করার পরিবেশ ভালো, শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার। ১৬ হাজার কোটি বিনিয়োগ JSW গ্রুপের।”

দুুপুর ৩.০০: বাংলার শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কাদের ধন্যবাদ জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী, বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।”

দুুপুর ২.৫৯: আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ঝাড়খণ্ডে প্রচুর খনিজ সম্পদ আছে, বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

২.৪৫: পরিবেশবান্ধব শক্তি-সহ একাধিক ক্ষেত্রে বাংলার সঙ্গে যৌথভাবে শিল্পের উন্নতিতে কাজ করতে আগ্রহী ভুটান। বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা ভুটানের প্রতিনিধির।

দুুপুর ২.৪৪: তৈরি হবে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। বাংলায় হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার।

দুুপুর ২.৩০: বাংলাকে শীর্ষে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মোদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ার।
দুপুর ২.১৫: সম্মেলনের প্রথম বক্তা আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। তিনি বললেন, ”লক্ষ্ণীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে রাজ্যকে এত সুন্দর করে সাজিয়েছেন যে আমরা ভরসা পাচ্ছি, এই মঞ্চ থেকে আগামী দিন আরও সুন্দর হয়ে উঠবে।” এছাড়াও তিনি বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রগেসিভ পলিসি’তে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।” ‘গ্লোবাল হাব ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ হবে কলকাতায়।

দুপুর ২.১০: মুখ্যমন্ত্রীর আহ্বানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

দুপুর ২.০০: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মুকেশ আম্বানি। বিশিষ্টদের সম্মাননা জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা।