মহাকুম্ভে পরবর্তী অমৃত স্নান কবে, জেনে নিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩ জানুয়ারি ২০২৫ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। মহাকুম্ভে, দেশ-বিদেশ থেকে সাধু, ঋষি এবং ভক্তরা সঙ্গম স্নানের জন্য আসেন। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ হবে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভের সময় গুরুত্বপূর্ণ তিথিগুলিতে স্নান করা হবে।
মহাকুম্ভে, পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নানের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে কুম্ভে মাঘ স্নানের চেয়ে পবিত্র এবং পাপ-নাশক উৎসব আর কিছু নেই। মহাকুম্ভে নিয়মিত স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়।
বসন্ত পঞ্চমী উপলক্ষে সোমবার সকালে মহাকুম্ভে অনুষ্ঠিত হল তৃতীয় অমৃত স্নান। গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য কুম্ভে প্রচর পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। আর অতিরিক্ত চাপেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। ৩০ জন নিহত হন। এছাড়াও ৬০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। ফলে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সঙ্গম অঞ্চলে। জানা গিয়েছে, চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ মাঘ পূর্ণিমার দিন। আর শেষ, অর্থাৎ পঞ্চম অমৃত স্নান অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি, মহা শিবরাত্রিতে।