রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চূড়ান্ত অনাস্থা, বঙ্গে সব সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ

February 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পদ্মশিবিরের বঙ্গ সংগঠন বিশ বাঁও জলে। জানা গিয়েছে, বিজেপির সর্বস্তরের নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে যে সংগঠন পর্ব চলছে, তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তে কথা বুধবার রাতে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। এমনকি, এখনও পর্যন্ত যে যে জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করার পথে হাঁটছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা ছিল, দলের অভ্যন্তরীণ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে করাতে হবে। সেখানেই বিভিন্ন জেলা থেকে অস্বচ্ছতার অভিযোগ এসেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে খবর। এই ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব কার্যত গভীর সঙ্কটে পড়ল। কারণ এইভাবে নির্দেশ দিয়ে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া বিরল ঘটনা। এর আগে এরকম ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে ঘটেনি।

এতে রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের অনাস্থার বিষয়টি কিন্তু অনেকটাই স্পষ্ট হল। তবে এ ঘটনায় জেলায় জেলায় গেরুয়া শিবিরের কর্মীরা বেশ উৎসাহিত বলে শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #west bengal BJP, #Organisational Elections

আরো দেখুন