জমা জলের সমস্যা মেটাতে ১২টি নিকাশি খাল কাটার সিদ্ধান্ত নিয়েছে KMC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠাকুরপুকুর, জোকা এলাকার বিস্তীর্ণ অংশে জমা জলের সমস্যা মেটাতে ১২টি নিকাশি খাল কাটার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার নিকাশি বিভাগ জানাচ্ছে, খালগুলি কোথাও জবরদখল, কোথাও মজে যাওয়া, কোথাও আবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেগুলিই ফিরবে পুরনো অবস্থায়।
কলকাতা পুর এলাকার ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডের মধ্যেই এই খালগুলি কাটা হবে। এই সমস্ত অঞ্চল এক দশকের কিছু বেশি সময় কলকাতা পুরসভার আওতাভুক্ত হয়েছে। এখানকার নিকাশি ব্যবস্থা কার্যত নেই বললেই চলে। সর্বত্র খোলা নর্দমা। কোনও কোনও অঞ্চলে সেটাও নেই। পুরসভা কেইআইআইপি প্রকল্পের আওতায় সেখানে ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে। জোকা এলাকার এই সমস্ত অঞ্চলে জমা জলের সমস্যা প্রবল। ফলে সেই সমস্যা মেটাতেই খাল কাটার সিদ্ধান্ত।
ঠিক হয়েছে, মূল চড়িয়াল খালের সঙ্গে ছ’টি লিঙ্কিং বা সংযোগ স্থাপনকারী খাল কাটা হবে। পাশাপাশি, রানিয়া খালের সঙ্গে তিনটি এবং জুলপিয়া খালের সঙ্গে আরও তিনটি এমন সংযোগকারী নিকাশি খাল কাটা হবে। সব মিলিয়ে প্রায় ৩০.৪২০ কিলোমিটার খাল কাটা হবে। ইতিমধ্যেই, শহরের নিকাশি খালগুলি সংস্কারের কাজ হয়েছে। আরও হবেও। তার পাশাপাশি পুরনো, অস্তিত্ব বিলোপ হওয়া খালগুলি নতুন করে কাটা হবে।