খেলা বিভাগে ফিরে যান

গিল-হর্ষিতের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের, রয়ে গেল রোহিতে অস্বস্তি

February 6, 2025 | < 1 min read

ইংল্যান্ড: ২৪৮/১০ (বাটলার ৫২, জাদেজা ২৬/৩, হর্ষিত ৫৩/৩)
ভারত: ২৫১/৬ (গিল ৮৭, শ্রেয়স ৫৯, সাকিব ৪৭/২)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়ানডে সিরিজেও টিম ইন্ডিয়ার একতরফা আধিপত্য বজায় রইল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে গেল ভারত। জাদেজার মাপা বোলিং, হর্ষিতের সাফল্যের পর গিল, শ্রেয়সদের ঝকঝকে ব্যাটিংয়ে দুরন্ত জয় তুলে নিলেও রোহিত শর্মাকে নিয়ে থেকে গেল কিছু প্রশ্ন। বলা চলে রোহিত জিতলেন। আবার রোহিত শর্মা ব্যর্থও হলেন। সাদা বলের ক্রিকেটেও রান না পাওয়া বড় চিন্তা টিম ইন্ডিয়ার কাছে।

ইংল্যান্ডের ২৪৯ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে ৩৮.৪ ওভারেই তুলে দেয় ভারত। এই জয়ের ফল ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে অনবদ্য ইনিংস খেললেন শুভমন গিল। করেন ৮৭ রান। শ্রেয়স আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেল (৫২) দুজনেই হাফ-সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ, আদিল রশিদ ২টি করে উইকেট নিয়েছেন। রবিবার ফের কটকে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচ জিতলে সিরিজ জিতে নেবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India Vs England, #England, #Rohit Sharma

আরো দেখুন