কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী

February 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশকে ঢেলে সাজতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারের পরামর্শেই এই সংস্কারের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের মতে, কলকাতা পুলিশ আর ডিজির অধীনে নয়। কলকাতা পুলিশের কমিশনার সরাসরি স্বরাষ্ট্র সচিব ও মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন। তবে এ ব্যাপারে ডিজি রাজীব কুমারের মস্তিষ্কই রয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে আলোচনা করে তিনিই এই প্রস্তাব সাজিয়েছেন। এবং সেই প্রস্তাব মতো এবার কলকাতা পুলিশে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচ জনের কাজই হবে তদন্তে নেতৃত্ব দেওয়া।

নবান্ন সূত্রে জানানো গিয়েছে, রাজ্যে ১২ জন নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদ তৈরি করা হল, যাঁরা সকলেই নন-আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) পদে থাকা অফিসারদের পদোন্নতির মাধ্যমে এই নতুন ডেপুটি কমিশনারদের নিয়োগ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #CM Mamata Banerjee, #Kolkata

আরো দেখুন