বহরমপুর ওয়াইএমএ মাঠে শুরু হল ‘ইতিহাস উৎসব’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বহরমপুর ওয়াইএমএ মাঠে সূচনা হল ইতিহাস উৎসব-২০২৫। এবার তাদের নবম বর্ষ। মেলা প্রাঙ্গণে একাধিক স্টলে ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন, প্রাচীন ও ঐতিহাসিক মুদ্রা প্রদর্শন, হেরিটেজ আলো ও আলোর ইতিহাস প্রদর্শনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও ইতিহাস বিষয়ের উপর প্রতিদিন গুণীজনদের নিয়ে আলোচনার ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। প্রবেশ অবাধ। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, ওড়িশার রাজধানী হওয়ার সুবাদে এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস। ইতিহাসের গন্ধে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের পা পড়ে এই জেলায়। ইতিহাস উৎসবের উদ্যোক্তাদের দাবি, ইতিহাসের বহু অজানা তথ্য মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সামনে এনেছে। পাশাপাশি উদ্যোক্তাদের দাবি, রাজ্যে এটিই প্রথম ও সর্বোবৃহৎ ইতিহাস উৎসব।
এবারের ইতিহাস উৎসবে জেলার ১৩৫জন মনীষীর জন্ম, মৃত্যুর সন তারিখ সহ তাদের ছবি দিয়ে তথ্যচিত্র দেখানো হবে। উৎসব প্রাঙ্গণ থেকে ইতিহাস সংক্রান্ত একাধিক গ্রন্থ প্রকাশ করা হবে। ইতিহাস থিমের উপর ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। একই সঙ্গে ইতিহাসের উপর পড়ুয়াদের লিখিত প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ইতিহাসের দেশ।