BGBS: রাজ্যে তৈরি হচ্ছে ৬টি ইকোনমিক ফ্রেইট করিডর, জেনে নিন কোথায় কোথায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার কলকাতায় শুরু হওয়া শিল্প বাণিজ্য সম্মেলনে (BGBS) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যে তৈরি হচ্ছে ৬টি ইকোনমিক ফ্রেইট করিডর, যা অন্তঃরাজ্য পণ্য পরিবহণে নতুন দিক খুলে দেবে। জেনে নিন কোথায় কোথায়
* রাজ্যে চারটে ইকোনমিক ফ্রেইট করিডর গড়ে উঠেছে। আরও দুটো করা হবে। এর মধ্যে চারটে করিডরই যাবে ডানকুনির ওপর দিয়ে। পানাগড় থেকে কোচবিহার, রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-ঝাড়গ্রাম এবং ডানকুনি-কল্যাণী।
** পানাগড় থেকে কোচবিহার ৬৩৯ কিলোমিটার সড়ক
** রঘুনাথপুর থেকে ভায়া ডানকুনি হয়ে পূর্ব মেদিনীপুরের তাজপুর মোট ৩৯৮ কিমি সড়ক,
** ডানকুনি-ঝাড়গ্রাম ১৬০ কিমি সড়ক
** ডানকুনি-কল্যাণী ৪৩ কিমি সড়ক
* দ্বিতীয় দফায় পুরুলিয়ার গুরুডি থেকে জোকা এবং খড়্গপুর-মোরগ্রাম করিডর গড়ে তোলা হবে।
** পুরুলিয়ার গুরুডি থেকে জোকা ২৩৪ কিমি সড়ক
** খড়্গপুর-মোরগ্রাম, ২৩০ কিমি সড়ক।
এই কাজের জন্য প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার কোটি টাকার বিনিয়োগও করা হচ্ছে।
নবান্ন সূত্রের খবর, প্রথমে চারটি এবং পরে দুটি, দু’দফায় মোট ছ’টি করিডর গড়ে তোলা হবে। এর মধ্যে
এই করিডরগুলি গড়ে উঠলে রাজ্যের বিভিন্ন প্রান্তকেই নয়, রাজ্যের সঙ্গে ভিন রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকেও আরও সুগম হবে, চাঙ্গা করবে রাজ্যের অর্থনীতিকে ।