দীর্ঘ ১৪ বছর পর ফের অভিনয়ে ফিরছেন শতাব্দী?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১৯৮৩ সাল থেকে ২০১১, প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন শতাব্দী রায়। পরিচালনাও করেছেন। এরপর রাজনীতিতে অভিষেক। সেখানেই মাইলস্টোন তৈরি করেছেন চারবারের তৃণমূল সাংসদ। এবার দীর্ঘ ১৪ বছর পর পর্দায় ফিরছেন তিনি।
কিছুদিন আগেই পরিচালক মৈনাক ভৌমিক তৈরি করেছেন ‘ভাগ্যলক্ষী’। এই ছবিতে নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন পরিচালক। পাসও করেছেন ভালো নম্বর পেয়েই। কিন্তু এবার মৈনাক একদম অন্য ধরনের ছবি নিয়ে আসতে চলেছেন। সেই ছবিতেই ফিরবেন শতাব্দী। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।
এই ছবির জন্য শতাব্দীকে কাস্ট করার প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এমন একজনকে খুঁজছিলেন তিনি যাকে মানুষ অনেকবছর বড়পর্দায় দেখেনি। শতাব্দীর সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে তাঁর। এবং তাঁর গল্পটা বেশ ভাল লেগেছে। সেই কারণেই এই ছবিতে রয়েছেন তিনি।