সরকারি ভাতা নিয়েও প্রাইভেট প্র্যাকটিস! ১৯ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ দিল স্বাস্থ্যভবন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাইভেট প্র্যাকটিস করবেন না— কোনও সরকারি চিকিৎসক এই মর্মে সম্মতি দিলে তাঁকে বিশেষ ভাতা দেয় স্বাস্থ্য দপ্তর। সেই ‘নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স’ নিচ্ছেন, অথচ দিব্যি প্রাইভেট প্র্যাকটিস করছেন, এমন সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তাঁরা চাকরির শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। চাকরির পাশাপাশি চিকিৎসকদের এই অংশ বিভিন্ন নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে কাজ করেন। ফলে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না পেয়ে সমস্যায় পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। চিকিৎসকদের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মোট ১৯ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।
সরকারি চিকিৎসককে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করতে গেলে রাজ্যকে জানাতে হয়। যাঁরা প্রাইভেট প্র্যাকটিস’ করেন না তাঁরা সরকারের কাছ থেকে বিশেষ ভাতা পান। রাজ্যের বিভিন্ন জেলার ওই ১৯ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের বিশেষ ভাতা নিয়েও স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা করেছেন তাঁরা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলার ওই ১৯ জনকে ডেকে পাঠানো হয়েছে। দু’দফায় ওই ১৯ জনকে হাজিরা দিতে বলা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ন’জন ও ২০ ফেব্রুয়ারি ১০ জনকে ডাক পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।